প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

সংবাদ সম্মেলন করবেন হিরো আলম

   
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ১ ফেব্রুয়ারি ২০২৩

ছবি - সংগৃহীত

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণার পর হিরো আলম তার প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করার কথা জানান। তবে ঠিক কখন বা কোথায় সংবাদ সম্মেলন করবেন সেটা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

এর আগে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) উপনির্বাচনের বেসরকারী ফলাফলে জানা যায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০৪৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯৪৮৬ ভোট। ৯৫১ ভোটে হারেন হিরো আলম।

অন্যদিকে, বগুড়া ৬ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনেও পরাজিত হন হিরো আলম।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: