ঠাকুরগাঁও-৩: বিজয়ী হলেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল আংশিক) সংসদীয় আসনের উপনির্বাচনে ১২৮ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন (লাঙ্গল মার্কা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আসনটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী হাফিজ উদ্দীন আহমেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) একতারা প্রতীকে ৫০ হাজার ৩০৯ ভোট পেয়েছেন এবং ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ১১ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন।
তার মধ্যে ১৪ দলের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসমিন আলী (হাতুড়ি প্রতীক) নিয়ে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদ (লাঙ্গল প্রতীক) নিয়ে, জাকের পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক এমদাদুল হক (গোলাপ ফুল প্রতীক) নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র রায় (একতারা প্রতীক) নিয়ে, সিরাজুল ইসলাম (টেলিভিশন প্রতীক) নিয়ে, সাফি আল আসাদ (আম প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ঠাকুরগাঁও-৩ এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি। বুথ ৮০৮ টি।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: