কমলগঞ্জে জুয়ারিদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় জুয়ারি ধরতে গিয়ে জুয়ারি ও স্থানীয়দের হামলায় কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর তিলকপুর এলাকায় হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, এ এস আই আক্তার হোসেন, এ এস আই জালাল উদ্দিন, কনস্টেবল জাবির আহমদ ও মামুনুর রশিদ।
পুলিশ জানায়, উত্তর তিলকপুর এলাকায় খোলামাঠে খড়কুটো দিয়ে ঘর তৈরি করে বেশ কিছুদিন ধরে স্থানীয় জুয়ারি জাবের আহমদের নেতৃত্বে জুয়া খেলার সংবাদ পেয়ে এএসআই আক্তার হোসেন ও এ এস আই জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ জুয়ারি জাবের আহমদ, খোকা মিয়া, মোঃ সায়েম মিয়া, শামীম আহমদ, শাওন প্রকাশ শামন মিয়া, কাউসার আহমদ, কামাল মিয়াসহ ৮/৯ জনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে কয়েকজন পালিয়ে গিয়ে হাল্লাচিৎকার করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিয়ে উত্তর তিলকপুর জামে মসজিদের সামনে আসামাত্র পালিয়ে যাওয়া জুয়ারি ও স্থানীয় ২৫/৩০ জন লোক ডাকাত ডাকাত বলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা আটক জুয়ারি জাবের আহমদ, খোকা মিয়া, মোঃ সাযে়ম মিয়া, শামীম আহমদকে ছিনিয়ে নিয়ে যায়। জুয়ারি ও স্থানীয়দের হামলায় ওসি (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক, এ এস আই আক্তার হোসেন, এ এস আই জালাল উদ্দিন, কনস্টেবল মামুনুর রশিদ ও জাবির আহমদ আহত হন। এক পর্যায়ে পিছু হটে হামলাকারীরা। পরে আটক শাওন ওরপে শামন মিয়া, কাউসার আহমদ, কামাল মিয়া সহ ৪ জনকে নিয়ে থানায় ফিরে পুলিশ।
এদিকে রাতেই হামলার আহত পুলিশ সদস্যদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে পুলিশ কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, এ এস আই আক্তার হোসেন ও কনস্টেবল জাবির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসেন। গুরুতর আহত পুলিশ সদস্য এ এস আই জালাল উদ্দিন ও কনস্টেবল মামুনুর রশিদকে হাসপাতালে ভর্তি করা হয়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে আহত পুলিশ কর্মকর্তা এ এস আই আক্তার হোসেন বাদি হয়ে হামলা ও সরকারী কাজে বাঁধা এবং জুয়ার ঘটনায় পৃথক দুটি মামলা করেছেন। আটককৃতদের বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: