প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আব্দুল বাশির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপির সাবেক এমপি হারুনের আসনে নৌকার জয়

   
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, ২ ফেব্রুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ৩ হাজার ৬ শত ৫৮ ভোট বেশি পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, নৌকা প্রতিক নিয়ে আব্দুল ওদুদ পেয়েছেন ৬৯ হাজার ৬ শত ৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপেল প্রতিক সামিউল হক লিটন ৫৫ হাজার ৮ শত ৮০ ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী কামরুজ্জামান টেলিভিশন প্রতিক পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট। এতে ৩ হাজার ৬ শত ৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আব্দুল ওদুদ। এ নির্বাচনে ২৯.৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: