প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ভোটকেন্দ্রে ক্রিকেট খেলার কারণ জানালেন পুলিশ সদস্য

   
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ২ ফেব্রুয়ারি ২০২৩

ছবি - সংগৃহীত

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার (১ ফেব্রুয়ারি)। এদিন ভোটারদের উপস্থিতি কম থাকায় কেন্দ্রের মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যের ক্রিকেট খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেন্দ্রে দায়িত্বরত ওই পুলিশ সদস্য আরিফ মাহামুদ আপেল ঠাকুরগাঁও সদর থানায় উপপরিদর্শক পদে কর্মরত।

স্থানীয় সুত্র জানা গেছে, কিশোরদের শাসন না করে তাদের বুঝিয়ে কেন্দ্র থেকে বেড় করে দিয়েছেন পুলিশ। এতে করে পুলিশের প্রতি কিশোরদের মনে শ্রদ্ধা জন্মাবে। পুলিশ সদস্য কাজটি খুব ভালো করেছেন।

ক্রিকেট খেলা প্রসঙ্গে আরিফ মাহামুদ আপেল সংবাদমাধ্যমকে জানান, বুধবার দুপুরে একদল কিশোর ভোট কেন্দ্রের মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় তাদের শাসন না করে আমি তাদের সঙ্গ দিয়ে একটু খেলেছি, কেন্দ্রের মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য। এ কারণে তারা সহজেই মাঠ থেকে চলে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার দুপুরে কিশোরদের ধমক না দিয়ে তাদের সঙ্গে ভালো আচরণ করেই মাঠ থেকে বের করেছেন। এ কারণে ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্য, তার দায়িত্ব কর্তব্যের কোনো প্রকার অবহেলা করেননি।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: