প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহীন মাহমুদ রাসেল

কক্সবাজার প্রতিনিধি

অসুস্থ রাসেলের মৃত্যু, বোন টুম্পা চিকিৎসাধীন

   
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ২ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল সিংহ সহোদর রাসেল ও টুম্পা। পাঁচ সদস্যের চিকিৎসক দল অসুস্থ ভাই-বোনের চিকিৎসা করছিল। তবুও বাঁচানো গেলোনা ১৬ বছর বয়সী ভাই রাসেলকে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাসেল মারা গেলে থানায় জিডি করার পর রাতে ময়নাতদন্ত করে পুঁতে ফেলা হয় পার্কে। ১৫ বছর বয়সী টুম্পা এখনো গুরুতর অসুস্থ। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাফারী পার্কের তত্বাবধায়ক মাজহারুল ইসলাম।

তিনি বলেন, গ্যাস্ট্রলোজিক্যাল সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় সিংহ রাসেল ও টুম্পা। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ড. বিবেক চন্দ্র সূত্র ধরের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল দল তাদের নিয়মিত চিকিৎসা চালিয়ে আসছিল। তবুও রাসেলকে বাঁচানো যায়নি। টুম্পাও শংকামুক্ত নয়। সিংহ রাসেল ২০০৭ সালের ১৫ অক্টোবর এবং সিংহী টুম্পা ২০০৮ সালের ২০ নভেম্বর সাফারি পার্কে জন্মগ্রহণ করে। রাসেলের মৃত্যুর পর পার্কে বর্তমানে ১ টি সিংহ ও ৩ টি সিংহী রয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: