শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে মুনাফা সম্ভব: তাহমিন আহমদ

হলিসিটি সিকিউরিটিজ লিমিটেড এর মদিনা মার্কেট শাখাটি স্থানান্তরিত হয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে নতুন পরিসরে দিলওয়ার কমপ্লেক্স (২য় তলা), ১নং লাভলী রোড, পশ্চিম সুবিদবাজার, সিলেটে কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক জনাব জামাল চৌধুরী জয়ের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি তাহমিন আহমদ। তিনি বলেন, জেনে-বুঝে ভালো কোম্পানীর শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে মুনাফা করা সম্ভব। তাছাড়া ভবিষ্যতে আরও ভালো কোম্পানী শেয়ারবাজারে অন্তরভুক্ত হবে যার ফলভোগ করবে বিনিয়োগকারীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার এর সিনিয়র সহ-সভাপতি ফালা উদ্দিন আলী আহমদ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- চেম্বার এর পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, চেম্বার এর সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নাফিস জুবায়ের চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, আপন টাওয়ারের পরিচালক ফজলু খান, চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জের এসিস্টেন্ট ম্যানেজার বিনয়ন দে, হলিসিটি সিকিউরিটিজ লিঃ এর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ কবির খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শহীদ আহমদ চৌধুরী, পরিচালক মুহিবুননেছা বেগম মিলি মিয়া, প্রধান শাখা ব্যবস্থাপক আলী মোঃ রাজীব হাসান সহ কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: