প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ ইসমাইল হোসেন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে মানিকছড়িতে অবৈধ কাঠ জব্দ

   
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ২ ফেব্রুয়ারি ২০২৩

ছবি: প্রতিনিধি

মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী ইউনিয়ন পরিষদ এলাকার নাসিরের সমিলে সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাখা ৩ শত ৬১ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে একটি টহল টিম মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী ইউনিয়ন পরিষদ এলাকায় ‘নাসির সমিল’ এ গিয়ে বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাখা অবৈধ কাঠের সন্ধান পায়। পরে তাররা ১টা পর্যন্ত উপজেলা বন বিভাগের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে আকাশী, সেগুন ও গামারী কাঠের ৩ শত ৬১ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

উপজেলা বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে ৩ শত ৬১ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়ে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকার মতো হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: