বিভাগীয় সমাবেশ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত সভা

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৮ পিএম

সরকারের পদত্যাগ, ১০ দফা দাবী আদায় এবং বিদ্যুৎ ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৪ ফ্রেব্রুয়ারি রংপুর বিভাগীয় গনসমাবেশ সফল করতে ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দূল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

বক্তারা ১০ দফা দাবী আদায় এবং বিদ্যুৎ ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৪ ফেব্রুয়ারি রংপুর বিভাগীয় গনসমাবেশ সফল করার আহবান জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: