জনপ্রতিনিধিদের মানুষের কল্যাণে কাজ করতে বললেন: ডিসি

জনপ্রতিনিধিদেরকে অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করেন। তাদের একদিনের রায়ে পাঁচ বছর ক্ষমতায় থাকেন জনপ্রতিনিধিরা। মানুষের কল্যাণে জনপ্রতিনিধিদের সব সময় কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে দুর্নীতিমুক্ত থাকতে হবে।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, থানার ওসি মোশাররফ হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিত শর্মা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন প্রমুখ। শপথ অনুষ্ঠানে উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম সেলু সহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য বৃন্দ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু ও ইউপি সদস্য ইনতিয়াজ গফুর মারুফ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: