প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ইংল্যান্ড

   
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ২ ফেব্রুয়ারি ২০২৩

গুঞ্জন ছিল, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ব্যস্ততার কারণে বাংলাদেশ সফরে আসতে পারবে না ইংল্যান্ডের মূল দলের নিয়মিত অনেক ক্রিকেটার। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জস বাটলার, জেসন রয়, মঈন আলী এবং জফরা আর্চারদেরসহ পূর্ণশক্তির শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অনুমেয়ভাবে ইংলিশদের নেতৃত্ব দেবেন বাটলার। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব মাহমুদ।

বাংলাদেশ সফরের ইংল্যান্ডের ওয়ানডে দল- জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

বাংলাদেশ সফরের ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল- জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্দান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস এবং মার্ক উড।

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: