প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মাসুদ রেজা শিশির

রাজবাড়ী প্রতিনিধি

জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস’ প্রতিযোগীতায় পাংশা উপজেলার সাফল্যে

   
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ২ ফেব্রুয়ারি ২০২৩

রাজবাড়ীতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়ছার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।

প্রথম দিনে ২২টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এ সব ইভেন্টে পাংশা উপজেলার শিক্ষার্থীরা ১৯টি পুরুস্কার জিতেছেন। এর মধ্যে ৯টিতে প্রথম, ৬টিতে ২য় এবং ৪টিতে ৩য় স্থান দখল করেছে পাংশার ক্ষুদ্রে ক্রীড়াবিদরা, এ খেলায় যারা প্রথম ও ২য় স্থান অধিকার করেছে তারা বিভাগীয় পর্যায়ে ঢাকায় খেলার গৌরব অর্জন করেছে। জেলার ৫টি উপজেলার ক্ষুদে খেলোয়ারগনেরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।

বিজয়ী খেলোয়ারদের অভিনন্দন জানিয়েছেন পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: