দেশের অপ-সাংবাদিকতা ঠেকাতে হলে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে হবে

দেশের অপ-সাংবাদিকতা ঠেকাতে হলে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে হবে। না হয় দেশে অপ-সাংবাদিকতা বেড়ে যাবে। রাঙ্গামাটিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম’র শুভাগমন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি প্রেস ক্লাবের পক্ষে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম এ কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, অপ-সাংবাদিকতা ঠেকানোর জন্য প্রেস কাউন্সিলের আইন অবশ্যই সংশোধন করা দরকার। তিনি বলেন, বর্তমানে সংশোধিত আইনটি পাশের জন্য মন্ত্রীসভায় অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে। কবে এই আইন সংসদে পাশ হবে তা জানি না। তবে প্রেস কাউন্সিল আশা করছে দেশে সাংবাদিক সমাজের সার্থে দূত পাশ হওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, প্রেস কাউন্সিলের প্রধান কাজ সাংবাদিকদের মান উন্নয়নে করা। এর জন্য সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে। ডাটাবেজ তৈরি হওয়া মানেই এ পেশার আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা। এই কাজটি বর্তমানে চলমান রয়েছে। এটি সম্পূর্ণ হলে সাংবাদিকতা আরো সহজ হবে অনেকাংশে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো নিজামুল হক নাসিম বলেন, প্রেস কাউন্সিল শুধু প্রিন্টমিডিয়া ও তার অনলাইন ভার্সনের বিষয়েই অভিযোগ নিতে পারে।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে এবং ক্লাবের স্থায়ী সদস্য মোহাম্মদ সোলায়মান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শুরুতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: