প্রচ্ছদ / সারাবিশ্ব / বিস্তারিত

আদানির কোম্পানি থেকে পদত্যাগ করলেন বরিস জনসনের ভাই

   
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ৩ ফেব্রুয়ারি ২০২৩

ছবি - সংগৃহীত

ভারতীয় ধনকুবের গৌতম আদানির সম্পৃক্ত কোম্পানি থেকে পদত্যাগ করেছেন লর্ড জো জনসন (৫১)। তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের ছোট ভাই। যুক্তরাজ্যভিত্তিক একটি বিনিয়োগ সংস্থা আদানি এন্টারপ্রাইজ ফলো-অন পাবলিক অফার (এফপিও) এর সঙ্গে ছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

ইউকে কোম্পানিজ হাউস রেকর্ডসের বরাত দিয়ে ‘দ্য ফাইন্যান্সিয়াল টাইমস’-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের জুনে ইলারা ক্যাপিটালের পরিচালক হিসেবে যোগদান করেন লর্ড জনসন। গত বুধবার এ পদ থেকে ইস্তফা দেন। এদিন ফলোঅন পাবলিক অফার তুলে নেয় আদানি গ্রুপ। ইলারা সাধারণত নিজেদের ভারতীয় করপোরেটদের জন্য ক্যাপিটাল মার্কেট বিজনেস রাইজিং ফান্ড হিসেবে পরিচয় দেয়।

পদত্যাগের পর লর্ড জনসন জানান, তিনি কোম্পানির ভালো অবস্থান সম্পর্কে নিশ্চিত করেছেন এবং নিজের কর্মদক্ষতা সম্পর্কে দুর্বলতার কারণে পদত্যাগ করেন। তিনি বলেন, আমি যুক্তরাজ্য-ভারত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কগুলোতে অবদান রাখার আশায় গত জুন মাসে লন্ডনভিত্তিক ভারতীয় বিনিয়োগ সংস্থা ইলারা ক্যাপিটালের বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগদান করি। আমি যুক্তরাজ্য ও ভারতের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে অবদান রাখার জন্য কোম্পানিটিতে দীর্ঘদিন ধরে কাজ করেছি এবং সহযোগিতা করেছি। সুত্র – হিন্দুস্থান টাইমস

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: