মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

ছবি - সংগৃহীত
আবুধাবি থেকে ভারতের কোঝিকোড়গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে মাঝ আকাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এ তথ্য জানায়।
ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সঠিকভাবে প্লেনটি অবতরণ করা হয় এবং এর যাত্রীরা নিরাপদে রয়েছেন। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, প্লেনটিতে ১৮৪ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের পর প্লেনটি যখন এক হাজার ফুট ওপরে উঠে তখন পাইলট একটি ইঞ্জিনে আগুন দেখতে পান।
এরপর তিনি প্লেনটিকে ফের আবুধাবি বিমানবন্দরে নিয়ে যান। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের তথ্যমতে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি৭৩৭-৮০০ মডেলের প্লেনটি আগুনজনিত কারণে আবুধাবি বিমানবন্দরে ফিরে যায়।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার মস্কো থেকে ২৪০ জনকে নিয়ে গোয়ায় যাচ্ছিল আজুর এয়ারের একটি চাটার্ড প্লেন। ভারতের আকাশসীমানায় ঢোকার আগেই গোয়া বিমানবন্দরে একটি মেইল আসে। ওই মেইলে বলা হয়, প্লেনটির মধ্যে বোমা রাখা আছে। তার পরই তড়িঘড়ি করে প্লেনটিকে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি। সুত্র – ইন্ডিয়া টুডে
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: