নারী ইউপি সদস্যকে চুলের মুঠি ধরে জুতাপেটা করলেন চেয়ারম্যান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংরক্ষিত আসনের এক নারী সদস্যকে চুলের মুঠি ধরে জুতাপেটা করেছেন চেয়ারম্যানের। ঘটনার পর ওইদিনেই রাত ১১টার দিকে ওই নারী সদস্য উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিমকে অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিষদে বিশেষ এক সভা ডাকেন চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিম। সভায় পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য রোকসানা খাতুন অপর এক সদস্য রফিকুল ইসলাম রাকিবুলকে মোবাইলে গালাগাল করার বিষয় নিয়ে আলোচনা করেন। এ ঘটনার বিচার চান রাকিবুল। এসময় সব ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
এর পর ক্ষিপ্ত হয়ে সব ইউপি সদস্যদের সামনে চেয়ারম্যান সেলিম ওই নারী সদস্যকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু এসময় ওই নারী ইউপি সদস্য ক্ষমা না চাওয়ায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সবার সামনেই চুলের মুঠি ধরে জুতা দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করেন। পরে অন্য ইউপি সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। ইউপি সদস্য আবুল বাশার জানান, চেয়ারম্যানের এভাবে একজন নারীকে মারধর করা খুবই লজ্জাজনক। আমরা পরে লজ্জায় সভা শেষ না করেই বের হয়ে যাই। ভুক্তভোগী নারী ইউপি সদস্য জানান, চেয়ারম্যান আমার চুলের মুঠি ও গলা চেপে ধরে ধরে জুতা দিয়ে পেটান। এতে আমাক নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়।পরে আমি অনেকের সহযোগিতায় প্রাণে রক্ষা পাই। আমি চেয়ারম্যানের কঠিন বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিম বলেন, আমি কোনও মারধর করিনি, শাসন করেছি মাত্র।
ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী সদস্য রাতেই লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: