মুশফিকের পাশে সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার বিবেচনায় মুশফিকুর রহিমের পাশে বসলেন দেশের আরেক জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। বিপিএলের ইতিহাসে দু’জনই সমান ৮৪টি করে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের নবম আসরের ৩৩তম ম্যাচে খুলনার টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে টস করতে নেমেই মুশফিকের পাশে নিজের নাম লেখান সাকিব। বিপিএলে ৮৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫৪টি জয়, ৩০টি পরাজয়ের রেকর্ড সাকিবের। জয়ের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ । এক্ষেত্রে সাকিবের চেয়ে পিছিয়ে মুশফিক।
পাশাপাশি অধিনায়ক হিসেবে মুশফিক ৮৪ ম্যাচের মধ্যে ৪২টি জয় পেয়েছেন, পরাজিত হয়েছেন, ৪১ম্যাচে। ১টি টাই । জয়ের হার ৫০ দশমিক ৫৯ শতাংশ। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ৯৬ ম্যাচে ৬২টি জয়, ৩৪টি হার আছে মাশরাফির। জয়ের হার ৬৪ দশমিক ৫৮শতাংশ।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: