প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মো: মিজানুর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি

কোটচাঁদপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট যুবক

   
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ৩ ফেব্রুয়ারি ২০২৩

ঝিনাইদহ কোটচাঁদপুরে মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাহামুদুল হাসান মাসুম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের গালিমপুর নামক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মাসুম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, মাসুম মোটরসাইকেল যোগে কালীগঞ্জ থেকে যশোরে ফিরছিলো। পথমধ্যে কোটচাঁদপুরের গালিমপুর মোড়ে এসে পৌছালে একটি মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। কোটচাঁদপুর থানার ওসি মঈনুদ্দীন খবরের সত্যতা নিশ্চিত করেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: