প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

   
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ৩ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ার শাজাহানপুরে চোরাই মোটরসাইকেলসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ব্যাক্তির নাম গোলাম গাউছ (২৪)। সে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকার শাহ আলমের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে মামলা দায়ের করে আজ  শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী গ্রফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোলাম গাউছের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: