প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আব্দুল বাশির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নাচোলে অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

   
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ৩ ফেব্রুয়ারি ২০২৩

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি অবৈধ ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে নাচোল পৌর এলাকার হাজীডাঙায় ‘জামিলা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ কে এই জরিমানা করা হয়।

ক্লিনিকের কাগজপত্র সঠিক না থাকায় ও ক্লিনিকের প্যাথলজিক্যাল মান সঠিক না থাকায় এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত৷ জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস মোবাইল ফোনে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা মেলায় জামিলা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে এই জরিমানা করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান বিপ্লব, নাচোল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা।’

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: