প্রচ্ছদ / সারাবিশ্ব / বিস্তারিত

দাবানলের পুড়ে ছাই চিলির ১৪ হাজার হেক্টর বনাঞ্চল

   
প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, ৪ ফেব্রুয়ারি ২০২৩

ছবি - সংগৃহীত

চিলিতে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশটির অন্তত ৩৯টি স্থানে আগুন জ্বলছে। পুড়ে গেছে ১৪ হাজার হেক্টর বনভূমি এলাকা। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে চার জনের। দগ্ধ বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সংবাদমাধ্যম রয়টার্স এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সান্টা হুয়ানা শহরে আগুনের কারণে বিপজ্জনক এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় প্রাণহানির ঘটনা ঘটেছে। তীব্র দাবদাহ ও বাতাসের প্রভাবে আগুনের তীব্রতা বেড়েছে দক্ষিণ আমেরিকার দেশটিতে। নুবলে ও বায়োবায়ো অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে চিলি সরকার। এরই মধ্যে কয়েকশ’ বাড়িঘর পুড়ে গেছে ওই অঞ্চলে। ঝুঁকিতে আছে আরও প্রায় ২০ লাখ মানুষ। স্থানীয়দের দ্রুত নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অনেকে। আগুনের কারণে বেশ কয়েকটি এলাকায় বন্ধ করে দেয়া হয়েছে হাইওয়ে। ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অঞ্চলটিতে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: