শহর থেকে পালাবেন ভাবনা!

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ আশনা অভিনেত্রী হাবিব ভাবনা। তিনি ফেসবুকে খুবই সক্রিয়। নিজের যাপিত জীবনের অনেক বিষয়ই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) আবেগমাখা সেলফি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেন, ‘শহর থেকে পালাতে চাই দূরে কোথাও’। ছবিটি পোস্ট করতেই মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ছবিটিতে এখন পর্যন্ত রিয়েক্ট পড়েছে দুই হাজারের বেশি। ভক্তরা মতামত দিয়ে ভরিয়ে দিয়েছে কমেন্টবক্স।
এ পর্যন্ত মোট তিনটা সিনেমায় অভিনয় করেছেন ভাবনা। অভিনেত্রীর অনেক দিনের ইচ্ছে ছিলো বাবার পরিচালিত সিনেমায় কাজ করার। অবশেষে সে ইচ্ছা পূরণ হয়েছে। অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’-এ বাবার পরিচালনায় অভিনয় করছেন তিনি। ২২ নভেম্বর থেকে রাজবাড়ীর লোকেশনে শুরু হয়েছে ছবিটির শুটিং।
অভিনয় ছাড়াও একাধিক গুণের অধিকারী ভাবনা। অভিনয়ের ফাঁকে ফাঁকে ক্যানভাসে নানা ধরনের ছবি আঁকেন তিনি। নিজের আঁকা ছবি বিক্রি করে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ভাবনা। অভিনেত্রীর ইচ্ছে বড় পর্দায় নানা ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করা।
নিজের ছবি অংকন প্রসঙ্গে অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছিলেন, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আমি শেষবার পেনসিল ধরেছিলাম। এরপর আর পেনসিলই ধরিনি। পৃথিবীর যে দেশে গেছি, ছবির গ্যালারিতে ঢুঁ মেরেছি। ছবি সংগ্রহ করেছি, পছন্দের পেইন্টারের ছবি কিনেছি। দেশের বাইরে গেলে মূল লক্ষ্যই থাকে থিয়েটার দেখা ও পেইন্টিং গ্যালারিতে যাওয়া। ছবি আঁকা আমার পছন্দ। কিন্তু আমি কীভাবে ছবি আঁকি, নিজেও জানি না। এটি আমার জন্য মিরাকল, জাদু মনে হয়। করোনাকালে পাওয়া আমার সেরা মিরাকল গিফট এটি।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: