পাবনায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২০ পিএম

ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে পাবনা কারাগারে থাকা জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জিয়াউর রহমান পাবনার আতাইকুলা থানার যাত্রাপুর নতুনপাড়া গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।

পাবনা জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আতাইকুলা থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে গত ২১ জানুয়ারী জিয়াউর রহমান ওরফে জিয়া পাবনা কারাগারে আসেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে আড়াইশ’ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া দশটার দিকে মারা যান তিনি।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ময়না তদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে জিয়াউর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলার আনোয়ার হোসেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: