টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ পিএম

মো. রবিউল ইসলাম, টঙ্গী (গাজীপুর) থেকে: গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লেগেছে।শনিবার বেলা সাড়ে ১১টায় মা‌ছিমপুর এলাকার গুদা‌মে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকবাল হাসান জানান, সকাল ১১টা ২০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার পেছনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামে রাখা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: