সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

ছবি: প্রতিনিধি
সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে সাভার-আশুলিয়া ও ধামরাই কর্মরত সাংবাদিকবৃন্দরা। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেস-ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল সরকারের খেয়ে পরে বিভিন্ন ভাবে উস্কানীমূলক কাজে লিপ্ত আছে। সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে মামলা দিয়ে হয়রানি করে আলোচনায় ফেলতে চায়। সম্প্রতি বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে একটি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দেশের এই প্রথম সারির গণমাধ্যমের কন্ঠরোধ করার লক্ষে এই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে মনে করেন সাংবাদিকরা।
বক্তারা আরও বলেন, মুজতবা দানিশের বিরুদ্ধে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধু না হলে সাভার আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল মসজিদ ও থানা এলাকা পদক্ষীণ করে আশুলিয়া প্রেসক্লাব শহীদ মিনার প্রাঙ্গণে এসে এই বিক্ষোভ কর্মসূচী সাময়িক শেষ করেন তারা।
উক্ত মানববন্ধন কর্মসূতীতে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসান মিঠু, সাংস্কৃতিক সম্পাদক দিনকালের প্রতিনিধি নজরুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক জাতীয় অর্থনীতির পত্রিকার প্রতিনিধি মুন্সি মেহেদী হাসান, চ্যানেল ২৪ এর সাভার প্রতিনিধি অপু ওহাব, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু, এটিএন নিউজের প্রতিনিধি জাহিদ হাসান শাকিল, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, আর টিভির সাভার প্রতিনিধি জিয়াউল ইসলাম, মাছরাঙা টিভির সাভার প্রতিনিধি হাসিবসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: