প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আবদুল কাদির

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

পাঁচ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

   
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ৪ ফেব্রুয়ারি ২০২৩

ময়মনসিংহের নান্দাইলে ডাকাতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত আফিল উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। আফিল উদ্দিন সাজা এড়াতে ২৭ বছর পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আফিল উদ্দিন উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) দ্বিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার হারাঞ্জা এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে নান্দাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

নান্দাইল থানা সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে আফিল উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি ডাকাতির মামলা হয়। মামলার পর থেকে আফিল উদ্দিন পলাতক ছিলেন। সেই ডাকাতি মামলায় ২০০০ সালে আফিল উদ্দিনকে আদালত পাঁচ বছরের সাজা দেন। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও পাঁচ মাসের সাজা ঘোষণা দেয় আদালত। সাজা এড়াতে দীর্ঘ ২৭ বছর ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, আসামি আফিল উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাকে আদালত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: