প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ভারতীয় ৪টি এয়ারগান ও ফেনসিডিল উদ্ধার করল বিজিবি

   
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ৪ ফেব্রুয়ারি ২০২৩

মো. আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় বিরামপুর উপজেলার চৌঠা সীমান্ত এলাকা থেকে ৪টি এয়ারগান এবং ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আলমগীর কবির।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার সীমান্ত এলাকা বিনাইল ইউনিয়নের খিয়ার দুর্গাপুর চৌঠা সীমান্ত এলাকা থেকে ওই এয়ারগান ও ফেন্সিডিল উদ্ধার করেন তারা।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আওতায় বিরামপুর সীমান্ত এলাকার চৌঠা বিওপির বিজিবি টহল কমান্ডার হাবিলদার মো. ইসমাইল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-২৯৬ থেকে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনাইল ইউনিয়নের খিয়ার দূর্গাপুর গ্রামের পার্শ্বে একটি ধানের খড়ের পালার মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায়  ৪টি ভারতীয় এয়ারগান এবং পার্শ্ববর্তী খালের পার্শ্বে ঝোপের মধ্যে থেকে ৬৯ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করে বিজিবি সদস্যরা।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আলমগীর কবির জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নির্দেশে, বিরামপুর চৌঠা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় এয়ারগান এবং ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

মাসউদ/বা.স.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: