প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

চড় মেরে শিক্ষার্থীর কানের পর্দা ফাটালেন দপ্তরি

   
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ছবি - সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ৭৩ নম্বর বাখরেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দপ্তরি আব্দুল হান্নান ফরাজীর বিরুদ্ধে। শিকদারকান্দি গ্রামের মাহবুব আলমের ছেলে ফাহিম শিকদার (১২) ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন ফাহিমের বাবা।

আহত শিক্ষার্থী ফাহিম জানান, গত ২৪ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে স্কুলের দপ্তরি হান্নান সিঁড়ির নিচে ঝাড়ু দিয়ে ময়লা একটি ঝুড়িতে রাখছিলেন। এ সময় ছাত্র-ছাত্রীরা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় কোনো এক ছাত্রের পায়ে লেগে ওই ময়লা পড়ে যায়। পরে আমি নামার সময় দপ্তরি আমার কানে জোরে একটি থাপ্পড় দিলে আমি ঘুরে মাটিতে পড়ে যাই। পরে শিক্ষকরা আমাকে উঠিয়ে পানি ঢেলে অফিস রুমে নিয়ে যান। এ ঘটনা যেন আমার পরিবারকে না জানাই তার জন্য শিক্ষকরা আমাকে অনুরোধ করেন। প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষক আমাকে বলেন, পরিবারের লোকজনের জানলে তাদের ওপর অনেক চাপ আসবে।

ফাহিমের বাবা মাহবুব আলম বলেন, ঘটনার তিন দিন পর (শুক্রবার) ফাহিম তার কানে ব্যথার কথা জানালে আমি তার কাছে ঘটনার সত্যতা জানতে চাই। ওই দিন বিকেলের দিকে তার কানে বেশি ব্যথা শুরু হলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাই। ফাহিমের কানের ব্যথা বাড়তে থাকে ও বমি শুরু হয়। বমির মাত্রা বেড়েই যাচ্ছে দেখে শিবচরের এক ডাক্তারকে জানাই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাই। ডাক্তার ফাহিমের কানের ৯৩ % শ্রবণশক্তি হারিয়ে ফেলেছে বলে জানান।

প্রধান শিক্ষক মো. সামচুল আলম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি স্কুলের ব্যবস্থাপনা কমিটি নিয়ে মিটিং করি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তাকে (দপ্তরিকে) বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ছাত্রকে কানে থাপ্পড় মারার অভিযোগের বিষয়ে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে দায়িত্ব দিয়েছেন। সংশ্লিষ্ট ক্লাস্টারকে প্রধান করে ৩ সদস্যর একটি কমিটি করেছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: