হাবাসপুরে আ.লীগ নেতার উপর হামলা, থানায় অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমীরপুর গ্রামের হাবিবুর রহমান বিশ্বাসের ছেলে আমিরুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমিরুল ইসলাম হাবাসপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শাহমিরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়াও তিনি আরিফ এগ্রোঃ ইন্ডাঃ লিঃ এর এরিয়া ম্যানেজার হিসাবে (কুষ্টিয়া-মেহেরপুর) ২টি জেলায় কর্মরত রয়েছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে নিজ গ্রাম শাহমিরপুর বাজার এলাকায় সাইদুরের দোকানের সামনে একই এলাকার বাদশা বিশ্বাস, নাদের বিশ্বাস, সাকিব বিশ্বাস, বাধন বিশ্বাসসহ বেশ কয়েকজন অর্তকৃত দেশীও অস্ত্রস্বস্ত্র নিয়ে হামলা চালায়, হামলায় আমিরুল ইসলামের ডান হাতের কবজিতে বড় ধরনের আঘাত প্রাপ্ত হয়। সে স্থানীয় ভাবে চিকিৎসাধীন রয়েছে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসে তাকে প্রাথমিক ভাবে রক্ষা করেছে বলে জানাগেছে।
কেন আপনার উপর এ হামলা এমন প্রশ্নে আমিরুল ইসলাম বলেন- আমি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমাদের গ্রামের সকলে মিলে পদ্মা নদীর চরে বন রক্ষা কমিটি করি সেই কমিটির সাধারণ সম্পাদকও আমাকে বানানো হয়, বন বিক্রির ৩ লক্ষ টাকা আমাদের গ্রামের ২টি মসজিদে দেওয়ার কথা থাকলেও সে টাকা না দিয়ে কতিপয় লোকজন ভাগ করে নিয়েছেন। এ টাকার বিষয়ে আমি একাধীকবার তাদের কাছে চাইলে তারা না দিয়ে আমাকে নানা ভাবে হয়রানী করার চেষ্ঠা করে সেই সাথে আমি যাতে বাড়ীতে আসতে না পারি এ জন্য তারা নানা ষড়যন্ত্র করে আসছে।
এ বিষয় সমূহ নিয়ে আমি আমার ফেসবুক আইডি থেকে ১১ জানুয়ারী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি আমাদের রাজনৈতিক অবিভাবক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি মহদোয় এর দৃষ্টি আকর্ষন করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এর জের ধরেই আমাকে শনিবার রাতে মারধর করা হয়েছে। এবং রবিবার সকালে আমার বড় ভাই হেলাল বিশ্বাসের উপর তারা পূনরায় চরাও হয়েছে।
এ ঘটনায় আমি বাদী হয়ে পাংশা মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন আমাকে ন্যায় বিচার দিবে বলে আশা করি।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: