প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ ইসমাইল হোসেন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

মানিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী প্রদান

   
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ৫ ফেব্রুয়ারি ২০২৩

মানিকছড়ি উপজেলাধীন গভামারা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ মাহবুবুল বারী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ গভামারা এলাকার মো. জহির (৫০) উদ্দিন’র বাড়িতে গিয়ে উক্ত মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি, আটা, লবণ ও সয়াবিন।

এ সময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ মাহবুবুল বারী বলেন, পার্বত্যঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন রক্ষার পাশাপাশি অত্র এলাকায় বসবাসরত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আগামীতেও সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: