বিবাহিত নারীদের প্রতি আমার আগ্রহ নেই: সুকেশ

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৭ এএম

দামি উপহার দিয়ে বলি পাড়ার সুন্দরীদের সঙ্গে সখ্যতা করতেন সুকেশ চন্দ্রশেখর। সেই তালিকায় ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ফাতেহির মতো তারকারা। কদিন আগে আরেক বলিউড ও টিভি সিরিয়াল অভিনেত্রী চাহাত খান্না দাবি করেন, সুকেশ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এবার সেই দাবি উড়িয়ে দিলেন সুকেশ। জানালেন, বিবাহিতদের সঙ্গে সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছাই নেই তার।

২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় যখন কারাবন্দি ছিলেন সুকেশ। সেইসময় দেখা করতে এসেছিলেন চাহাত। সম্প্রতি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে গিয়ে যে বয়ান রেকর্ড করেন এই অভিনেত্রী তাতে দাবি করা হয়েছে, তিহাড় জেলে বসেই তাকে বিয়ের প্রস্তাব দেন সুকেশ। সুকেশ চন্দ্রশেখরের স্পষ্ট কথা, মিথ্যে বলছে চাহাত!

তিনি বলেন, ‘বিবাহিত বা এক সন্তানের মা, এরকম নারীদের ওপর আমার কোনো আগ্রহ নেই। আমি ওদের মতো গোল্ড ডিগার নই।’ সঙ্গে জানিয়ে দেন কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয় হয় চাহাতের। এদিকে চাহাত দাবি তুলেছিলেন, তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল তিহাড় জেলে। তাকে অনবরত ব্ল্যাকমেল করছিল সুকেশের লোক। ফলে দেখা করতে যেতে একপ্রকার বাধ্য হন তিনি।

শুধু তাই নয়, ফাঁদে ফেলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তিহাড় জেলে। একটি স্কুলে যাওয়ার নাম করে প্রতারণা হয় তার সঙ্গেও। জ্যাকলিনের সঙ্গে মনের লেনাদেনার কথা স্বীকার করলেও নোরার সঙ্গে তেমন কিছু ছিল না বলে দাবি করেছেন সুকেশ। এই কনম্যান জানান, নোরাই তার কাছ থেকে বাড়ি-গাড়ি চেয়ে চেয়ে নিত। এমনকি ‘দিলবার গার্ল’-এর মরক্কোর বাড়িও তার টাকায় কেনা দাবি সুকেশের। সুত্র - হিন্দুস্থান টাইমস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: