পীরগাছায় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ এএম

রংপুরের পীরগাছায় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফছার আলী।

পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান খন্দকার, দেউতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্রীড়াবিদ এবিএম মিজানুর রহমান সাজু, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মনজুরুল আলম বিপু, পীরগাছা রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রভাষক আহম্মেদ হোসেন, পীরগাছা বাজারের স্বর্ণ ব্যবসায়ী শিপন কুমার সাহা ও জাহাঙ্গীর আলম খাঁন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইসমাইল হোসেন, পীরগাছা থানার এসআই আনিছুর রহমান ও মাহবুর রহমান, সমাজসেবক লোকমান হোসেন প্রমুখ।

খেলায় ধারাভাষ্য ছিলেন জাহিদ হোসেন এবং রেফারি ছিলেন হামিদুল ইসলাম এ্যামিলি ও গোলাম রহমান কলেজের শরীরচর্চা শিক্ষক জাহাঙ্গীর আলম। উদ্বোধনী খেলায় রংপুর জেলাধীন বদরগঞ্জ ফুটবল একাডেমী বনাম পীরগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে পীরগঞ্জ ফুটবল একাডেমীকে ৫/৬ গোলে পরাজিত করে বদরগঞ্জ ফুটবল একাডেমী। পীরগাছা ফুটবল একাডেমীর আয়োজনে পরবর্তী খেলা সৈয়দপুর ফুটবল একাডেমী বনাম কাউনিয়া ফুটবল একাডেমীর খেলা ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: