হিরো আলমকে কিছুই বলিনি: ওবায়দুল কাদের

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের পরাজয়ের পরও আলোচনায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। সম্প্রতি তাকে নিয়ে কথার লড়াইয়ে জড়িয়েছে দেশের রাজনৈতিক দলের শীর্ষ দুই নেতা ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল। তাদের সেই কথার লড়াইয়ে যোগ দিয়েছেন হিরো আলম নিজেও। তিনি সরাসরি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।
এসব নিয়ে আলোচনার মধ্যেই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন, তিনি হিরো আলমকে কিছুই বলেননি। বরং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদের জানাজার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত সপ্তাহে বগুড়ার দুটি আসনে উপনির্বাচন করে পরাজিত হন হিরো আলম। তবে এর মধ্যে একটি আসনে মাত্র সাড়ে আটশ ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর তাকে ‘হারিয়ে দেওয়া হয়েছে’ বলে তিনি অভিযোগ করেছেন।
এরই মধ্যে গত শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিল। তিনি বলেছিলেন, ‘হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠল তাঁর (ফখরুল)। তিনি ভেবেছিলেন, হিরো আলম জিতে যাবে। কিন্তু হিরো আলম এখন জিরো হয়ে গেছে।’
সেতুমন্ত্রীর বক্তব্যের পর গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) উপনির্বাচনে ভোট পুনঃগণনার আবেদন জমা দিতে এসে হিরো আলম ওবায়দুল কাদেরের সঙ্গে ভোটে লড়ার করার চ্যালেঞ্জ দেন। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা ধরণের আলোচনা- সমালোচনার জন্ম দেয়।
সোমবার আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিনের জানাজার পর সাংবাদিকদের সঙ্গে সেতুমন্ত্রীর কথা বলার সময় হিরো আলমের প্রসঙ্গটি উঠে আসে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে (হিরো আলম) কিছুই বলিনি। আমি মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দিয়েছি।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে করেছে। ভালো ভোট পেয়েছে। তার সম্পর্কে আমার কোন মন্তব্য নেই। আমি যা বলেছি আমি সেটা মির্জা ফখরুলের মন্তব্যের জবাবে।’
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: