কাভার্ড ভ্যান চালকের টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক ঢাবির ৩ শিক্ষার্থী

কাভার্ড ভ্যান আটকে রেখে চালকের সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে ওই শিক্ষার্থীকে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠিয়েছে পুলিশ।
গত রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর পলাশী এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় মসজিদের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল ও ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান। তারা তিনজনই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
জানা যায়, আটকৃতরা ওই এলাকায় আনুমানিক রাত তিনটা দিকে কাভার্ড ভ্যান আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে কাভার্ড ভ্যান চালক টাকা দিতে অস্বীকার জানালে কাভার্ড ভ্যান চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই করে দৌড়ে পালানোর সময় পুলিশ তাদের আটক করে। পরে আটক তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করেছে পুলিশ।
শাহবাগ থানার এসআই মো. ওমর ছানী নাঈম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কাভার্ড ভ্যান চালকের কাছে চাঁদা দাবি করলে, তাঁর কাছে টাকা না পেয়ে ড্রাইভারের কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় চকবাজার থানা-পুলিশ তাঁদের আটক করে। ছিনতাইয়ের শিকার ব্যক্তি আটকৃত তিনজন বিরুদ্ধে দস্যুতার মামলা দিলে, পরে তা আমলে নিয়ে তাদের কোর্টে প্রেরণ করা হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটক করে গ্রেপ্তার দেখিয়েছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী ও আদালত প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: