প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

ছিটকে গেলেন তাসকিন

   
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ৬ ফেব্রুয়ারি ২০২৩

চোটের কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ছিটকে গেছেন ঢাকা ডমিনেটর্সের পেসার তাসকিন আহমেদ। সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং চোট পান তিনি। এরপর থেকেই ফিজিও ও বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে ছিলেন জাতীয় দলের এই গতিতারকা।

আগামীকাল দুপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে তার দল। যেই ম্যাচে তাসকিনের খেলার সম্ভাবনা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আজ সোমবার সকালে দলের সঙ্গে মিরপুরে এসেছিলেন তাসকিন। তবে কোনো অনুশীলন করেননি তিনি। সকাল ১১টার দিকে ঢাকা দলের ফিজিওর মেডিকেল বিভাগে যেতে দেখা যায় এ পেসারকে।

চোটের আপডেট নিয়ে ফিজিও জয় বিশ্বাস বলেছেন, ‘তাসকিনের মূলত হ্যামস্ট্রিংয়ের সমস্যা। আমরা দেখেছি গ্রেড-১ টিয়ার। এ রকম চোটে সাধারণত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে। এরই মধ্যে এক সপ্তাহ চলে গেছে। চার দিন পর বোলিং শুরু করতে পারবে। বিপিএলে এই ম্যাচ খেলা হচ্ছে না। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে সমস্যা নেই।’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও জানিয়েছেন একই কথা, ‘বিপিএলে আর খেলছে না। ওর আঘাত এক সপ্তাহ হয়ে গেছে। ধীরে ধীরে পুনর্বাসন শুরু হয়ে যাবে। ম্যাচ থেকে বিশ্রামে আছে, অনুশীলন শুরু করে দেবে। আশা করছি, কোনো সমস্যা হবে না। এ কারণেই আমরা খেলা থেকে সরিয়ে নিয়েছি, যাতে ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা না হয়।’

তাসকিনের দল ঢাকা ডমিনেটর্স অবশ্য প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে আগেই। রাউন্ড রবিন লিগে একটি ম্যাচ বাকি আছে দলটির। সেই ম্যাচ দলটির জন্য আনুষ্ঠানিকতার।

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: