আ’লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সরকার দলীয় এমপি ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার দুপুরে প্রথমে এমপি’র সমর্থকরা ও পরে পৌর মেয়রের সমর্থকরা এ মিছিল করে। ফলে শহরে থমথমে অবস্থান বিরাজ করছে।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ (গোপালপুর-ভুঞাপুর) টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সাথে মনোনয়ন প্রত্যাশী নিয়ে মতো বিরোধ চলছিল। গত সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগের আহবানে ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ তার ব্যক্তিগত অর্থায়নে কম্বল বিতরণ করার আয়োজন করেন গোপালপুরের আলমনগর বোর্ড বাজারে। কম্বল নিয়ে মেয়র মাসুদ ও তার সমর্থকরা আলমনগর বাজারের কাছাকাছি গেলে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজের নির্দেষে একদল সন্ত্রাসী পথরোধ করে মেয়র ও তার সমর্থদের উপরে হামলা চালায়। এতে মেয়রের ২টি গাড়ী ও ১০টি মটর সাইকেল ভাঙচুর করে। প্রতিবাদে ওই দিনই বিকেলে পৌর মেয়রের সমর্থকরা ভূঞাপুরে এসে এমপি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

এদিকে, এ ঘটনার জের ধরে আজ (মঙ্গলবার) দুপুরে ভূঞাপুর পৌর শহরে এমপি সমর্থকরা মেয়রের বিরুদ্ধে মিছিল বের করে। কিছু সময় পরে তার পাল্টা আবার পৌর মেয়রের সমর্থকরা এমপি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এবং ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে পৌর মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, আগামী নির্বাচনে আমি মনোনয়ন প্রাত্যাশি। যার প্রেক্ষিতে আমার উপর এমন অমানবিক হামলা করেছে। আমি আওয়ামী লীগের উর্ধ্বতন নেতৃবৃন্দ ও মাননীয় প্রধান মন্ত্রীর কাছে এর সুষ্ঠ বিচার দাবী করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: