প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহাদুল ইসলাম সাজু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

   
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ৮ ফেব্রুয়ারি ২০২৩

অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১ টার সময় অভিযান পরিচালনা করে ৪টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও হেরোইনসহ জাকারিয়া নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী জাকারিয়া হোসেন রকি (৩৫), পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, জাকারিয়া হোসেন রকি জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ খুলতে না পারে।

এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকার বিভিন্ন বালু মহাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব প্রদান করত।

এমন অভিযোগে অনুসন্ধান চালিয়ে সত্যতা পেয়ে বুধবার রাত সোয়া ১ টার সময় স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে জাকারিয়াকে ওয়ান শুটারগান ৪টি, এয়ারগান ১টি, গুলি ২ রাউন্ড, ৬টি ডেগার ও ৩০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

তার নামে বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃত জাকারিয়ার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অস্ত্র আইন-১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: