প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রাজশাহীতে পাসের হার ৮১.৬০

   
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ৮ ফেব্রুয়ারি ২০২৩

এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। যেখানে পিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ও এসএমএস এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

উল্লেখ্য, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ১ লাখ ২৯ হাজার ২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৬৮ হাজার ৩৬ জন ছেলে এবং ৬০ হাজার ৯৮৯ জন মেয়ে শিক্ষার্থী। ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ২০১টি কেন্দ্রে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৬১১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন এবং বাণিজ্য বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: