জুড়ীতে এইচএসসিতে সেরা টিএন খানম সরকারি কলেজ

মৌলভীবাজারের জুড়ীতে এবারের এইচএসসি পরীক্ষায় ৩৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হারের দিক থেকে ৮৪.৪৮% ফলাফল অর্জন করে উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলা থেকে কোন শিক্ষার্থী জিপিএ ফাইভ পায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় তৈয়ুবুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ৭৮৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৬৪ জন পাশ করেছে। জিপিএ ফাইভ ২১ জনসহ পাশের হার হার ৮৪.৪৮%। হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ১৭৫ জন অংশ নিয়ে ৯৫ জন পাশ করেছে। জিপিএ ফাইভ ১৩ জনসহ পাশের হার ৫৫.৮৮%। শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রী কলেজ থেকে ১৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭৬ জন পাশ করেছে। জিপিএ ফাইভ পেয়েছে মাত্র ১ জন এবং পাশের হার ৪৭.৮০%। শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩২ জন অংশ নিয়ে ১৮ জন পাশ করেছে, পাশের হার ৫৬.২৫%। এছাড়া কোন শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে জিপিএ ফাইভ পায়নি।
এদিকে নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৫ জন পাশ করেছে এবং পাশের হার ৮৯.২৮%। সাগরনাল সিনিয়র আলীম মাদ্রাসা থেকে ১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৫ জন পাশ করেছে এবং পাশের হার ৭৮.৯৪%। হযরত লাহখাকী (র:) আলীম মাদ্রাসা থেকে ৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৬ জন পাশ করেছে এবং পাশের হার ৮৬.৮৪%।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: