রাজধানীতে বিএনপির পদযাত্রা, আ.লীগের শান্তি সমাবেশ

গ্যাস, বিদ্যুত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। একই দিন রাজধানীতে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ শান্তি সমাবেশের কর্মসূচি করবে আওয়ামী লীগ। রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর খিলগাঁও জোরপুকুড় মাঠে সমাবেশটির আয়োজন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশটি সফল করতে মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে।
দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ থেকে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড় হয়ে বছিলা সাতরাস্তা মোড় গিয়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষ হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
মিছিলে ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত হবে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এজন্য কর্মীসভাসহ প্রচার চালানো হয়েছে। মহানগর উত্তর বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে পদযাত্রায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অঙ্গসংগঠনকে কর্মসূচি সফল করতে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন দলের নেতারা।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আন্দোলন করছে না, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়, মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলন করছে। এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দাবিই পূরণ হবে না। সরকারের পদত্যাগ ত্বরান্বিত করতে তারা রাজপথে আছেন।
গত ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুই দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়। তবে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ নিহত হওয়ায় সহমর্মিতা জ্ঞাপন করে ৯ ফেব্রুয়ারি মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: