আশুলিয়ায় হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩০ এএম

সাভারের আশুলিয়ায় শ্রাবণী নীটওয়্যার লিমিটেড নিবেদিত হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আলোকিত মানুষের সন্ধানে ২য় বারের মতো দেশব্যাপী জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা- ২০২৩ এর গ্রান্ড ফিনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতা রাত সাড়ে নয়টা পর্যন্ত আশুলিয়ার এস.এস.আর.স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতী হুমায়ূন সাঈদ।

এসময় এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ বেলায়েত হোসেন রিপন এম.ডি. শ্রাবনী নীটওয়্যার লিমিটেড। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান এম.ডি. ফ্যাশন পাওয়ার গ্রুপ ও পরিচালক বিজিএমইএ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা যাইনুল আবিদীন দা.বা. বিশিষ্ট লেখক, গবেষক ও বহুগ্রন্থপ্রণেতা।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শেখ বাবুল আক্তার জাহিদ এম.ডি. জিহান গ্রুপ।

প্রধান দুই বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ ক্বারী জহিরুল ইসলাম- ভাইস চেয়ারম্যান পিএসপি কুরআনের আলো ও ক্বারী আবু রাইহান লালবাগ জামে মসজিদের ইমাম ও খতিব। বাংলাদেশের ৩৪টি জেলার ৩৭ হাজার প্রতিযোগী অংশ গ্রহণ করেন এ প্রতিযোগিতা অনুষ্ঠানে। পরে সেখানে বাছাই পর্বে ৫৪৫ জন কে ইয়েজ কার্ড দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ আশুলিয়ার এস.এস.আর.স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে ৫৪৫ জনের মধ্যে ৩২ জনকে নগদ অর্থে পুরস্কৃত করা হয়।

তাদের মধ্যে প্রথম হয়েছেন, ঢাকার ধামরাইয়ের কান্টাহাটী হাফিযুল উলুম মাদরাসার ছাত্র হিফজুর রহমান তাকে নগদ ১লক্ষ ৫০ হাজার পুরস্কার দেয়া হয়। দ্বিতীয় যিনি হয়েছেন, বনানী জামিয়া মোহাম্মদীয়া ইসলামিয়া মাদরাসার ছাত্র হাসান আহমাদ তাকেও নগদ ১লক্ষ টাকা দেয়া হয়। তৃতীয় হয়েছেন, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মাদরাসার ছাত্র শাহরিয়ার নাফিস কে দেয়া হয় নগদ ৭০ হাজার টাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ওয়ালিউল্লাহ ব্যবস্থাপনা পরিচালক, পিয়াংকা ফ্যাশন লিমিটেড,মামুন রেজা জেক এমডি, রিচ কটন লিমিটেড, মোঃ আব্দুল্লাহেল কাফি খান, মোঃ হোসেন আলী মিঠু এমডি, এক্সপ্লোর নিটওয়ার লিমিটেড, ইঞ্জিনিয়ার মোঃ আলী সরকার সদস্য, আগুলিয়া ইউনিয়ন পরিষদ,আলহাজ্ব হুমায়ুন রশিদ জনি কাউন্সিলর, ১৪ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আব্দুল্লাহেল কাফী খান এম.ডি. ডলসি ই আমারো, হাজী আফসার উদ্দিন সরকার অধ্যক্ষ, হলি হোমস স্কুল এন্ড কলেজ, মোঃ নাজমুল কবির এম.ডি. এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, খাঁন মনিরুল আলম শুভ এম.ডি. ফ্যাশন ডট কম লিমিটেড, মোঃ মেহেদী হাসান এম.ডি. মোরাল ফ্যাশন লিমিটেড, মোঃ যোবায়ের আলম এম.ডি. হ্যারড্স নীটওয়্যার লিমিটেড।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি হুমায়ূন আইয়ুব সম্পাদক, আওয়ার ইসলাম ডটকম, হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসাইন ইমাম ও খতিব, নারায়ণগঞ্জ বায়তুন নুর কমপ্লেক্স জামে মসজিদ। মুফতি নূরুল আলম ইসহাকী উপদেষ্টা, হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: