জুড়ীতে আফসিয়ার আমন্ত্রণে আটাবের মিলনমেলা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৪ পিএম

মৌলভীবাজার জেলার জুড়ীতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাবের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আটাবের চার বারের প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা এম এ মোহাইমিন সালেহ'র সুযোগ্য কন্যা অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাবের ভাইস-প্রেসিডেন্ট আফসিয়া জান্নাত সালেহ এর আমন্ত্রণে তাঁর নীজ বাড়ীতে আটাব সদস্যদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন, আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান খান রেজোয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, আটাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান, আটাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দেওয়ান রুশু চৌধুরী, খাজা মঈন উদ্দিন জালালীবাদী, সিলেট অঞ্চলের সাবেক হাব সাধারণ সম্পাদক এমএ হক, আটাব সিলেট অঞ্চলের সদস্য সোহেল আহমদ, মোঃ আব্দুল ওয়াদুদ, দিদার আহমদ, ফারহান আহমদ‌ সোয়েব, ইউকে প্রশান্তির চেয়ারম্যান লিলু কুলসুমা আহমেদ, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এমএ মোনেম মনু, এমএ মুজিব মাহবুব, সুরাইয়া খানম টুকু, তায়েরা খানম মিলু প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: