বোচাগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৩ পিএম

‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজিত উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো.জুলফিকার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী।

আলোচনা সভায় বক্তরা বলেন, পরিসংখ্যান বিভাগের শুমারী সহ বিভিন্ন জরিপ কার্যক্রমের মাধ্যমে আমরা সময়োপযোগী, সঠিক ও নির্ভুল তথ্য পেয়ে থাকি। যা আমরা অনেক কিছু জানতে পারি।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান নুর দেশের মাথাপিছু গড় আয়, আয়ু, শিশু ও মাতৃ মৃত্যুর হার, আমদানী-রপ্তানী, দেশজ উৎপাদন ইত্যাদি পারিসাংখ্যিক তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করে উন্নত জীবন ধারার পথে এগিয়ে যাওয়ার তথ্য চিত্র উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নাহিদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ আফজাল, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিয়ারুল ইসলাম, বোচাগঞ্জ থানার তদন্ত ওসি মতিয়ার রহমান, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের আব্দুস সাত্তার সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: