সিংড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণির ছাত্রী

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ১২:১১ এএম

নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। শুক্রবার (৩ মার্চ) রাত ৯টার দিকে বিয়ের আয়োজন বন্ধ করে দেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিলদহর মৎস্যজীবীপাড়া ১৪ বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে জোর করে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। তাৎক্ষণিক মেয়ের বাড়িতে এসে বাল্যবিবাহ বন্ধ করা হয়। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না এই মর্মে মেয়ের বাবা আলতাব হোসেন লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: