কাউন্সিলর স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৩, ০৭:১০ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের স্ত্রী সাদিয়া আক্তার নিঝুর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ মার্চ) দুপুরে শহরের চাষাঢ়া রেললাইন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, সাত তলা ভবনের ছাদে হাঁটতে গিয়ে সেখান থেকে হয়তো মাথা ঘুরে পড়ে গিয়ে অথবা কোনভাবে কিছু একটা হয়ে সে মারা গেছে।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুজ্জামান বলেন, ‘বেলা ১২টা ৪৫ মিনেটের দিকে নিঝুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে ছাদ থেকে পড়েই নিঝুর মৃত্যু হয়েছে।’

শাহজালাল বাদলের বিরুদ্ধে নানান অভিযোগ এনে গত বছরের ৮ ফেব্রুয়ারি সম্মেলন করেন করেন নিঝু। এ সময় তিনি জানান, নিঝুকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন বাদল। তাঁর কোনো ভরণপোষণের দায়িত্ব নিতে চান না নিঝু। শাহজালাল বাদল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র। পাশাপাশি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা। বাদল নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার আসামী নূর হোসেনের ভাতিজা।

কাউন্সিলর শাহজালাল বাদল জানান, আমি আমার অফিসে কাজ করছিলাম। তখনই আমার শাশুড়ীর ফোন আসে। উনি বললেন তুমি তাড়াতাড়ি আসো, নিঝু ছাদ থেকে পড়ে গেছে। ওর সাথে কোন পারিবারিক কলহ ছিল না। এই চার পাঁচদিন আগেও ও আমার সাথেই ছিল। আমার ছেলে এখানে ক্যামব্রিয়ান স্কুলে পড়ে তাই ও এখানেই বেশি থাকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: