প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আব্দুল লতিফ রঞ্জু

পাবনা প্রতিনিধি

চাটমোহরে আরো ১১৬টি গৃহহীন ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

   
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ১৯ মার্চ ২০২৩

পাবনার চাটমোহরে ৪র্থ দফায় আরো ১১৬টি গৃহহীন ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে। এ উপজেলায় মোট ১৯৮টি পরিবার বাসস্থান পেল। বাকি ৭৮টি পরিবার খুব তাড়াতাড়ি ঘর পাবে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো চাটমোহর উপজেলাতেও ১১৬টি পরিবারের জন্য বরাদ্দ নতুন ঘরের উদ্বোধন করবেন।

শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল এ তথ্য জানান। এসময় সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শমীন এহসান উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয় এ উপজেলায় ২৭৬ জন তালিকাভূক্ত ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে ১৯৮ টি পরিবার জমিসহ সেমিপাকা বাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে উপহার পেল। অবশিষ্ট ৭৮টি পরিবার জুনের মধ্যেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ সেমিপাকা বাড়ি উপহার পাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা। উপজেলার ৫ টি ইউনিয়নে ৪র্থ দফায় ১১৬টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। ইউনিয়ন গুলোর মধ্যে রয়েছে হরিপুর, ডিবিগ্রম, মূলগ্রাম, মথুরাপুর ও ফৈলজানা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: