প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রাজধানীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

   
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ১৯ মার্চ ২০২৩

রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় সামান্য আহত হয়েছেন মোটরসাইকেলের বাকি দুই আরোহী। নিহতের নাম মো. কুরবান হোসেন (৩০)। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান। তিনি বলেন, যতোটুকু জানতে পেরেছি, এক মোটরসাইকেল তিনজন ছিলেন, ফরিদাবাদ স্কুলের পাশে ট্রাকের ধাক্কায় তারা পড়ে যায়। পরে মোটরসাইকেলের পেছনে থাকা কুবানের মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। অপর দুইজন সামান্য আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ ও চালক রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

মাসউদ/বা.স.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: