প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

মোঃ কামরুল হাসান

ক্যাম্পাস প্রতিনিধি (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়)

নৃবিজ্ঞান বিভাগের ষান্মাসিক পত্রিকা রণন প্রকাশিত হয়েছে

   
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ১৯ মার্চ ২০২৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ কতৃক প্রকাশিত হয়েছে ষান্মাসিক পত্রিকা ‘রণন’। পত্রিকাটি প্রকাশনা ও সম্পাদনায় নিযুক্ত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

১৯ই মার্চ,(রবিবার) নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কে. এম. মাহমুদুল হক ষান্মাসিক পত্রিকা ‘রণন’ এর মোড়ক উন্মোচন করেন। জানা যায় যে, নৃবিজ্ঞান বিভাগের ৬ বছর পূর্তি উপলক্ষ্যে ষান্মাসিক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। পত্রিকাটি ৬ মাস অন্তর অন্তর প্রকাশিত হবে। পত্রিকায় বিভাগের শিক্ষার্থীদের লেখনিতে বিভাগ নিয়ে নিজেদের অভিজ্ঞতা,আকাঙ্খা স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে।

বিভাগটির বিভাগীয় প্রধান কে.এম.মাহমুদুল হক জানিয়েছেন, ‘বিভাগের শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা বিকাশকে একধাপ এগিয়ে নিয়েছে। আশা করছি, পত্রিকাটি বিভাগে নতুন মাত্রা যোগ করবে। আমাদের শিক্ষার্থীদের লেখনীর মধ্য দিয়ে নৃবিজ্ঞানের জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে পরুক এই আমাদের প্রত্যাশা।’

মোড়ক উন্মোচনের সময় বিভাগের অন্যান্য শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: