গ্র্যাজুয়েট সাবিলা নূর, সিজিপিএ ৩.৯৭

সংগৃহীত ছবি
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। রবিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ২১ তম সমাবর্তনে উপস্থিত হয়ে লিডারশিপ সম্মাননা গ্রহণ করেন তিনি। বিশ্ববিদ্যালয়টির ২০১৮-১৯ সেশন থেকে ইংরেজি সাহিত্যে ৪-এ ৩.৯৭ সিজিপিএ পেয়ে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন সাবিলা।
এই মেরিট রেজাল্টের জন্য তিনি সমাবর্তন অনুষ্ঠানে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হন অভিনেত্রী। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সাবিলা সংবাদমাধ্যমকে বলেন, এখন তো নিয়মিতই কাজ করছি। কাজ করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে নেওয়াটা আমার জন্য অনেক কঠিন ছিল।
ছোট পর্দার এই তারকা বলেন, অনেকের অনেক কটু কথাও শুনতে হয়েছে এ নিয়ে। তারপরও আমি হাল ছাড়িনি। কষ্ট হওয়া সত্ত্বেও মনযোগ দিয়ে পড়াশোনা করেছি যার কারণে এমন একটা রেজাল্ট করতে পেরেছি। এরজন্য আমার পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সাপোর্ট না করলে এটা সম্ভব হতো না।
সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: