মানিকগঞ্জে চেতনানাশকসহ গ্রেফতার ৩

চেতনানাশক ঔষধসহ মলম পার্টির ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা-আরিচা মহাসড়কের মাকিনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল রাতে তাঁদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (২০ মার্চ) এক প্রেস রিলিজ এর মাধ্যেমে এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দ শাখার ইনচার্জ (ওসি) আবুল কালাম।
গ্রেফতার তিনজন হলেন, জামালপুরের ইসলামপুর উপজেলার নামাপাড়া গ্রামের সাগর আহম্মেদ ওরফে শহর আলী (৪৮), গাজীপুরের গাছা এলাকার শামীম গাজী (৫০) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া গ্রামের সাব্বির হোসেন (২৭)। তাঁরা ঢাকার আশুলিয়া এলাকার বিভিন্ন স্থানে ভাড়া বাড়িতে থাকেন।
জেলা ডিবির কার্যালয় সূত্রে জানা গেছে, গত রাতে বাসট্যান্ড এলাকার রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ওই তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেন ডিবির সদস্যরা। তল্লাশি করলে ১১টি কাগজের ছোট প্যাকেটে (পোটলা) কালো রংয়ের হালুয়া সাদৃশ্য চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা ডিবির উপ-পরিদর্শক মো. আসাদ মিয়া বলেন, সাগরের বিরুদ্ধে অচেতন করে মালামাল লুট করার অভিযোগে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। চেতনানাশক ওষুধ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ওই তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: